চীনের সহযোগিতা গ্রুপ থেকে বেরিয়ে এলো লাটভিয়া-এস্তোনিয়া

বণিক বার্তা অনলাইন

চীন নিয়ন্ত্রিত একটি সহযোগিতা গ্রুপ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে লাটভিয়া ও এস্তোনিয়া। গতবছর লিথুয়ানিয়ার প্রস্থানের পর এবার বেরিয়ে এলো অপর দুই বাল্টিক প্রতিবেশি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়ানোর কারণে চীনের প্রতি পশ্চিমা সমালোচনার মধ্যে এই পদক্ষেপটি নেয়া হয়েছে। এছাড়া ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকে মস্কোর সঙ্গে বেইজিংয়ের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারও এতে ভূমিকা রেখেছে।

তাইওয়ানকে ডি ফ্যাক্টো দূতাবাস খোলার অনুমতি দেয়ায় গত বছর লিথুয়ানিয়ার সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হয়। 

লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন গ্রুপে দেশটির অব্যাহত অংশগ্রহণ বর্তমান আন্তর্জাতিক পরিবেশে কৌশলগত উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে লাটভিয়া এবং এস্তোনিয়া উভয় দেশ বলেছে, তারা নিয়ম মেনে আন্তর্জাতিক শৃঙ্খলা এবং মানবাধিকারকে সম্মান করে চীনের সাথে গঠনমূলক এবং বাস্তবসম্মত সম্পর্ক উন্নয়নের দিকে কাজ চালিয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন