জম্মু-কাশ্মীরে এবার গুলিতে শ্রমিক নিহত

বণিক বার্তা অনলাইন

ফের উত্তপ্ত হচ্ছে ভারতনিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীর। গতকাল বৃহস্পতিবার সকালে তিন সেনা সদস্য নিহতের পর এবার রাতে এক শ্রমিক মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। এ নিয়ে গতকাল সন্ত্রাসীদের গুলিতে চারজন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সন্ত্রাসীদের গুলিতে নিহত মোহম্মদ আমরেজ বিহার থেকে ওই এলাকায় এসেছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে বান্দিপোর জেলার আজাজ এলাকায় এ ঘটনা ঘটে। কাশ্মীর পুলিশের টুইট বার্তায় শ্রমিক নিহতের তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, হাসপাতালে নেয়ার পরও তাকে বাঁচানো যায়নি। এর আগে এদিন সকালে রজৌরিতে ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে হামলায় নিহত হন তিন সেনা সদস্য।

এনডিটিভি বলছে, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে জম্মু-কাশ্মীরে দেশটির অন্য রাজ্যের শ্রমিকদের গুলি করে হত্যার ঘটনা ঘটছে। গত সপ্তাহে বিহার থেকে আসা এক শ্রমিককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। গত বছরের অক্টোবরেও বিহারের বাসিন্দা ফুচকা বিক্রেতা অরবিন্দকুমার শাহকে শ্রীনগরে এবং উত্তরপ্রদেশের বাসিন্দা কাঠ মিস্ত্রি সাগির আহমেদকে পুলওয়ামায় খুন করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন