প্রিমিয়ার ব্যাংকের কৃষি ও পল্লীঋণ বিতরণ অনুষ্ঠিত

দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্থায়নে সিও (সোসিও ইকোনমিক হেলথ এডুকেশনের অর্গানাইজেশন) পরিচালনায় সম্প্রতি কৃষকদের মাঝে কৃষি পল্লীঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এসইভিপি এসএমই এবং কৃষিঋণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যাংকের গুলশান গ্লাস হাউজ শাখার ব্যবস্থাপক মো. হাসিবুল আসাদ, সিও-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. সামছুল আলম ২৩৯ জন কৃষক।

অনুষ্ঠানে ১০ জন কৃষককে চেক প্রদানের মাধ্যমে কৃষিঋণ দেয়া হয়। প্রধান অতিথি মনিরা বেগম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষি উৎপাদন বাড়াতে প্রান্তিক জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করতে দেশব্যাপী কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন