ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

নিজস্ব প্রতিবেদক

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বুধবারের তুলনায় দুজন কমলেও সময় একজনের মৃত্যু হয়েছে। নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হলো। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৮টা থেকে গতকাল একই সময়ের মধ্যে সারা দেশে নতুন করে আরো ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৭৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঢাকার বাইরে ১৭ জন। বুধবার সংখ্যা ছিল ৯২ জন। নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট ৩৬৪ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি বেসরকারি হাসপাতালে ২৯০ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৭৪ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন