স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’

ফিচার প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল সিনেমাদামাল ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। সম্প্রতি তারকাবহুল সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। পরেনো অবজেকশনসার্টিফিকেট প্রদানে সম্মত হন সেন্সর বোর্ডের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সচিব মমিনুল হক। দামালের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

সম্প্রতি রায়হান রাফি এক সাক্ষাত্কারে বলেন, তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা ছবি হতে যাচ্ছে মুক্তিযুদ্ধকালীন ফুটবল দল নিয়ে নির্মিত দামাল। তিনি জানিয়েছেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকবে দামালে। দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করছেন দলটির সদস্যরা। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সে অজানা ইতিহাস উঠে আসবে দামালে। দামাল যে গল্প নিয়ে নির্মিতপৃৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই। ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমানে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে এতে। দামাল ব্যয়বহুল সিনেমা। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়েছে। ভিএফএক্সে প্রচুর সময় দিতে হয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত কিছু নিয়ে আসছে দামাল।

রায়হান রাফি এর আগেপোড়ামন ’, ‘দহনপরাণনির্মাণ করেছেন। সিনেমাগুলো দর্শক জনপ্রিয়তা পেয়েছে। মুক্তির এক মাস হয়ে গেলেও এখনো দর্শক হলে গিয়ে পরাণ দেখছে। পরাণের মূল চরিত্রগুলোয় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন