ঊর্ধ্বমুখী ধারায় মালয়েশিয়ান পাম অয়েলের বাজার

বণিক বার্তা ডেস্ক

একদিনের ব্যবধানে বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য। প্রতিদ্বন্দ্বী অন্যান্য ভোজ্যতেলের ঊর্ধ্বমুখী বাজার এবং চলতি মাসের প্রথম ১০ দিনে পাম অয়েল রফতানি বৃদ্ধি এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, গতকাল বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বাজার আদর্শ পাম অয়েলের অক্টোবরে সরবরাহ চুক্তির দাম দশমিক ৮২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে হাজার ২৬৮ রিঙ্গিত বা ৯৬০ ডলার ৬১ সেন্টে। ২৯ জুলাইয়ের পর এটিই সর্বোচ্চ দাম।

কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, গতকাল আমরা ডালিয়ান এক্সচেঞ্জে পাম অয়েলের উত্থান-পতনে নজর রেখেছি। পাশাপাশি -১০ আগস্ট পর্যন্ত রফতানি তথ্যও দাম বাড়াতে সহায়তা করেছে। মূলত চীন ভারতে ভোজ্যতেলের মজুদ কমতে শুরু করায় রফতানি বেড়েছে।

জানা গিয়েছে, ডালিয়ান ফিউচারস এক্সচেঞ্জে পাম অয়েলের দাম দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। দশমিক ৩২ শতাংশ বেশি দামে বিক্রি হয়েছে সয়াবিন তেল। এছাড়া শিকাগো বোর্ড অব ট্রেডে দশমিক ৩৯ শতাংশ বেড়েছে সয়াবিন তেলের দাম। অ্যামসপ্যাক এগ্রি মালয়েশিয়া জানায়, চলতি মাসের প্রথম ১০ দিনে মালয়েশিয়ায় পাম অয়েল রফতানি ১০ শতাংশ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন