হোয়াটসঅ্যাপে আরো তিনটি নিরাপত্তা ফিচার

বণিক বার্তা ডেস্ক

ব্যবহারকারীদের নিরাপত্তায় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে আরো নতুন তিনটি ফিচার যুক্ত করেছে মেটা। এসব ফিচার কথোপকথনের সময় মেসেজিংয়ে আলাদা নিরাপত্তা লেয়ার যুক্ত করার সুবিধা দেবে। খবর ইটি টেলিকম।

এক বিবৃতিতে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, হোয়াটসঅ্যাপে যেসব ফিচার যুক্ত করা হয়েছে তার মধ্যে নোটিফিকেশন ছাড়াই গ্রুপ ত্যাগ করা, অনলাইন স্ট্যাটাস নিয়ন্ত্রণ এবং একবার দেখার ফিচারযুক্ত মেসেজের স্ক্রিনশট নেয়া বন্ধের বিষয় রয়েছে। ব্যবহারকারীদের মেসেজের সুরক্ষায় এবং সামনাসামনি কথোপকথনের মতো নিরাপদ রাখতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার তৈরিতে কাজ করে যাব।

হোয়াটসঅ্যাপে আগে থেকেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার রয়েছে। কারণে অন্য কেউ দুজনের মধ্যকার কথোপকথন দেখতে পারে না। এরপর গত কয়েক বছরে মেসেজের সুরক্ষায় প্লাটফর্মটি ব্যবহারকারীদের বিভিন্ন টুল সরবরাহ করে আসছে। এর মধ্যে নির্দিষ্ট সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ মুছে যাওয়া, ব্যাকআপ সুবিধা অপ্রয়োজনীয় বা অপরিচিতদের মেসেজ ব্লক করার ফিচারও রয়েছে।

নতুন ফিচারের প্রথমটির ফলে কেউ গ্রুপ ত্যাগ করলে শুধু অ্যাডমিন সেটি দেখতে পারবে। চলতি মাসেই এটি চালু করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন