নয় হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করল আলিবাবা

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে হাজার ২৪১ জন কর্মী ছাঁটাই করেছে আলিবাবা। চীনা -কমার্স জায়ান্টটির বিক্রি নিম্নমুখী হওয়ায় পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। ফ্রি মালয়েশিয়া টুডে।

আলিবাবা জানিয়েছে, সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ছিল লাখ ৪৫ হাজার। ওই সময় প্রথমবারের মতো আয় কমে প্রতিষ্ঠানটির। নিয়ে দ্বিতীয়বারের মতো কর্মী সংখ্যা কমিয়ে এনেছে আলিবাবা। এর আগে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) হাজার ৩৭৫ জন কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।

ভূরাজনৈতিক অস্থিরতা, কাঁচামালের দাম বৃদ্ধি অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির কারণে প্রযুক্তি সংস্থাগুলো ওই সময় কর্মী ছাঁটাই করে চলছিল। এর জেরে কর্মী ছাঁটাই করেছে আলিবাবাও। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, অ্যালফাবেট মেটা কর্মী নিয়োগ কমিয়েছে। অন্যদিকে আলিবাবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যামাজন প্রায় এক লাখ কর্মসংস্থান যুক্ত করেছে।

আলিবাবার বৃহত্তম শেয়ারহোল্ডার সফটব্যাংক গ্রুপ। সপ্তাহ থেকে ব্যয় নিয়ন্ত্রণ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বছর আগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ শুরু করে চীন। এর প্রভাব পড়ে আলিবাবার ওপর। একসময় চীনের সবচেয়ে দামি প্রতিষ্ঠান ছিল আলিবাবা। চীনা নিয়ন্ত্রকদের তদারকি শুরু করার পর থেকেই বাজারমূল্য হারায় প্রতিষ্ঠানটি।

আলিবাবার আর্থিক পরিষেবা সংস্থা অ্যান্ট গ্রুপ করপোরেশন। ২০২০ সালে অ্যান্ট গ্রুপের আইপিও বন্ধের ঘোষণা দেয় চীনা সরকার। এরপর সংস্থাটি পুনর্গঠন শুরু করে চীন। এর জের ধরে আলিবাবার ব্যবসা পরিসর কমানো হয়। ফলে অগ্রগতি হারায় প্রতিষ্ঠানটি। এছাড়া সংশ্লিষ্টরা জানান, বিক্রিও কমেছে আলিবাবার। এর ধারাবাহিকতায় দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি নয় হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে।

এদিকে নিরীক্ষকদের কাজের পর্যালোচনা করতে মার্কিন কর্মকর্তাদের অনুমোদন প্রত্যাখ্যান করে চীন। এর পরিণামও ভোগে আলিবাবা। যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জ থেকে বাতিল হয় বহু চীনা প্রতিষ্ঠানের নাম। বাতিলকৃতদের মধ্যে রয়েছে চীনা -কমার্স জায়ান্টটিরও নাম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন