এক দশকে ইউএইতে এফডিআই প্রবাহ বেড়েছে ১১৬ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্য হারে বেড়েছে। কভিডজনিত চ্যালেঞ্জ সত্ত্বেও উপসাগরীয় দেশটির অর্থনীতি প্রসারিত হচ্ছে। গত এক দশকে দেশটিতে এফডিআই প্রবাহ ১১৬ শতাংশ লাফিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, ২০১২ সালে ৯৬০ কোটি ডলার থেকে ২০২১ সালে এফডিআইয়ের পরিমাণ হাজার ৭০ কোটি ডলারে উন্নীত হয়েছে। আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে এফডিআই প্রবাহ ২০১৩ সালে ৯৮০ কোটি ডলার, ২০১৪ সালে হাজার ১০০ কোটি, ২০১৫ সালে ৮৫০ কোটি এবং ২০১৬ সালে ৯৬০ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া এফডিআইয়ের মূল্য ২০১৭ সালে হাজার ৩৫ কোটি ডলার, ২০১৮ সালে হাজার ৩৮ কোটি, ২০১৯ সালে হাজার ৭৯০ কোটি এবং ২০২০ সালে হাজার ৯৯০ কোটি কোটি ডলারে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট প্রতিবেদনে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সম্মেলন জানিয়েছে, এফডিআই আকর্ষণে শীর্ষ ২০ দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ১৯তম। পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা অঞ্চলে দেশটির অবস্থান প্রথম। ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান কার্নির কনফিডেন্স ইনডেক্স অনুসারে, আরব বিশ্বের এফডিআই পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ইউএই। বিশ্বজুড়ে দেশটির অবস্থান ১৫তম। গতবছর দেশটি আগের বছরের চার ধাপ উন্নতি করেছে। এক্ষেত্রে দেশটি সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ডেনমার্ক, আয়ারল্যান্ড, ব্রাজিল ফিনল্যান্ডের মতো প্রধান বৈশ্বিক অর্থনীতিকে ছাড়িয়ে গিয়েছে।

এফডিআই প্রবাহ বাড়াতে ইউএই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। গত বছর শিল্পখাতে বিনিয়োগ আকর্ষণে একটি নতুন কৌশল উন্মোচন করেছে দেশটি।

আরো বিদেশী পুঁজি আকর্ষণে ইউএই ২০২০ সালে বাণিজ্যিক কোম্পানি আইন সংশোধন করে এবং দেশটির প্রতিষ্ঠানগুলোর জন্য আমিরাতি শেয়ারহোল্ডার থাকার বাধ্যবাধকতা বাতিল করে। গত বছর দেশটি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ বাড়াতে আইনি সংস্কারের ঘোষণা দিয়েছিল। ২০২১ সালে উপসাগরীয় দেশটির অর্থনীতি দশমিক শতাংশ প্রসারিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুসারে ২০২২ ২০২৩ সালে দেশটির জিডিপি যথাক্রমে দশমিক শতাংশ এবং দশমিক শতাংশ বাড়বে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আশা করছে, চলতি বছর দশমিক এবং পরের বছর দশমিক শতাংশ বাড়বে ইউএইর অর্থনীতি।

অর্থনৈতিক প্রবৃদ্ধি বিনিয়োগ বাড়াতে দেশটি নতুন বাণিজ্য চুক্তিতেও স্বাক্ষর করেছে। চলতি বছর দেশটি ভারত, ইসরায়েল ইন্দোনেশিয়ার সঙ্গে ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি করেছে এবং অনুরূপ চুক্তি নিয়ে অন্য দেশের সঙ্গেও আলোচনা করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন