
ইতিহাদ এভিয়েশন গ্রুপের কার্গো ও লজিস্টিকস বিভাগ ইতিহাদ কার্গো। সম্প্রতি চলতি বছরের প্রথমার্ধের আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এমিরেটস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, এ বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির আয় প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ হবে।
ইতিহাদ কার্গো রেকর্ড পরিমাণ আয় করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রিমিয়াম পণ্য থেকেও আয় গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এর মধ্যে রয়েছে ফার্মালাইফ। চলতি বছরের প্রথমার্ধে ফার্মালাইফের কার্যক্রম গত বছরের একই সময়ের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছে। এর জের ধরে ফার্মালাইফের সক্ষমতা বাড়াতে কাজ করছে ইতিহাদ কার্গো। এছাড়া লাইভ অ্যানিমেলসের কার্যক্রম বেড়েছে ৫২ শতাংশ। এর জন্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) থেকে সেন্টার অব এক্সিলেন্স ফর ইনডিপেনডেন্ট ভ্যালিডেটরস (সিইআইভি) লাইভ অ্যানিমেলস ২০২২ প্রশংসাপত্র পেয়েছে ইতিহাদ।
এ বিষয়ে ইতিহাদ এভিয়েশন গ্রুপের গ্লোবাল সেলস অ্যান্ড কার্গোর ভাইস প্রেসিডেন্ট মার্টিন ড্রু বলেন, কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির মাধ্যমে ইতিহাদ কার্গো ফার্মালাইফ ও লাইভ অ্যানিমেলসে প্রবৃদ্ধি অর্জন করেছে। নানা ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও ভোক্তাদের জন্য কার্গো পরিবহন সেবা দিতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।