মৌলভীবাজারের জলাবদ্ধতা নিরসনে কৃষক বিক্ষোভ

বণিক বার্তা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের কাউয়াদিঘী হাওর সংলগ্ন দুই উপজেলার ৮টি ইউনিয়নে জলাবদ্ধতার কারণে রোপা আমন আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমন চাষ নিশ্চিতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কৃষকরা।

আজ বৃহস্পতিবার দুপুরে কৃষি ও কৃষক রক্ষা কমিটির ব্যানারে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে সদর ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের ভুক্তভোগী কৃষকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। 

সেলিম আহমদের সভাপতিত্বে ও হুমায়ুন রশীদ সোয়েবের সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কৃষক নেতা জহর লাল দত্ত, জুনেদ আহমদ, রাজন আহমদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, মনু প্রকল্পের আওতায় কাসিমপুর পাম্প হাউজ নিয়মিত চালু না রাখায় কাউয়াদিঘী হাওর সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার কারণে কয়েক হাজার হেক্টর জমিতে আমন আবাদ করা যাচ্ছে না। রোপা আমন চাষ নিশ্চিতে জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য কাসিমপুর পাম্প হাউজের সকল পাম্প চালুর দাবি জানান তারা। 

অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা। পরে সমস্যাটি দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন কৃষি ও কৃষক রক্ষা কমিটির নেতারা। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন