
ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র শ্রীলংকার চলমান
অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহায়তা অব্যাহত রাখবে নিউজিল্যান্ড। এক বৈঠকে শ্রীলংকার
পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরিকে এ আশ্বাস দেন নিউজিল্যান্ডের হাইকমিশনার মাইকেল অ্যাপলটন।
খবর কলম্বো গেজেটের।
দেশ দুটির মধ্যকার কয়েক দশকের সৌহার্দ্যপূর্ণ
সম্পর্কের কথা উল্লেখ করে শ্রীলংকার এ কঠিন সময়ে অব্যাহত সহায়তা ও সমর্থনের জন্য নিউজিল্যান্ড
সরকারকে বৈঠকে ধন্যবাদ জানান আলী সাবরি।
শ্রীলংকা বর্তমানে যে অর্থনৈতিক মন্দার সম্মুখীন
হচ্ছে এবং এ পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সরকারের নেয়া পদক্ষেপগুলোর অগ্রগতি সম্পর্কে
অ্যাপলটনকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় নিউজিল্যান্ডের হাইকমিশনার চলমান অর্থনৈতিক
সংকট মোকাবেলায় শ্রীলংকাকে অব্যাহত সহায়তার আশ্বাস দেন।
ওই বৈঠকে শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয়
ও নিউজিল্যান্ড হাইকমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।