বহুমুখী প্রতিবন্ধকতায় নিম্নমুখী ভিয়েতনামের কফি রফতানি

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক কফি রফতানিতে অন্যতম শীর্ষস্থানীয় দেশ ভিয়েতনাম। সম্প্রতি অর্থনৈতিক মন্দা নিম্নমুখী ব্যবহার চাহিদাসহ নানামুখী প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে দেশটির কফি রফতানি খাত। এসব প্রতিবন্ধকতার কারণে গত মাসে ভিয়েতনামের কফি রফতানি ১৭ দশমিক শতাংশ কমেছে। দেশটির শুল্ক বিভাগ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, জুলাইয়ে দেশটি লাখ ১৩ হাজার ৮৫২ টন কফি রফতানি করেছে। এদিকে এক মাসের ব্যবধানে কফি রফতানি কমলেও বছরের প্রথম সাত মাসে বেড়েছে। জানুয়ারি-জুলাই পর্যন্ত দেশটি ১১ লাখ ৩০ হাজার টন কফি রফতানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক শতাংশ বেশি। সময় কফি রফতানি থেকে আয় বেড়েছে ৪৩ দশমিক শতাংশ। আয়ের পরিমাণ ২৫৬ কোটি ডলার।

তথ্য বলছে, বছর ৪০০ কোটি ডলারের কফি রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে ভিয়েতনামের। কিন্তু বছরের প্রথম সাত মাসের পরিস্থিতি লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার বার্তাই দিচ্ছে।

চীনের জিরো কভিড নীতি, ভূরাজনৈতিক উত্তেজনা, পশ্চিম ইউরোপে ব্যাপক মূল্যস্ফীতি, দুর্বল ব্যবহার চাহিদা নিম্নমুখী দামসহ নানা প্রতিবন্ধকতার মুখে ভিয়েতনামের কফি রফতানি।

ভিয়েতনাম কফি অ্যান্ড কোকো অ্যাসোসিয়েশন জানায়, চলতি বছর দেশটিতে কফি উৎপাদন গত বছরের তুলনায় কমতে পারে। উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১৫ লাখ টনে। এর মধ্যে আবারো ৯৫ শতাংশই রোবাস্তা কফি। ২০২০-২১ কফি বর্ষে উৎপাদনের পরিমাণ ছিল ১৬ লাখ ২০ হাজার টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন