জাপানি কৃষি ও সামুদ্রিক খাদ্য রফতানিতে রেকর্ড

বণিক বার্তা ডেস্ক

জাপানের কৃষি সামুদ্রিক খাদ্যপণ্যের রফতানি অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এসব পণ্যের রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক শতাংশ বেড়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। কিয়োদো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমায় জাপানিদের মধ্যে বাড়ির বাইরে গিয়ে খাওয়া-দাওয়ার প্রবণতা বেড়েছে। ফলে দেশের মধ্যেও এসব পণ্যের চাহিদা বেড়ে গিয়েছে। সম্প্রতি জাপানের কৃষি, বনায়ন মৎস্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কৃষি সামুদ্রিক খাদ্যপণ্য রফতানি ১৩ দশমিক শতাংশ বেড়ে ৬৫ হাজার ২৫০ কোটি ইয়েন বা ৪৯০ কোটি ডলারে উন্নীত হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণে কৃষি খাদ্যপণ্যের রফতানি গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে অবস্থিত জাপানি রেস্তোরাঁগুলোর চাহিদা বেড়েছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে জাপানি সামুদ্রিক পণ্যের রফতানির ঊর্ধ্বমুখিতা অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বিভিন্ন ধরনের পণ্যের রফতানি রেকর্ড পরিমাণ বেড়েছে। এর মধ্যে স্ক্যালপসের রফতানি ৬৭ দশমিক শতাংশ বেড়ে হাজার ৮৭০ কোটি ইয়েনে উন্নীত হয়েছে। ইয়েলোটেইল মাছের রফতানি ৬৪ দশমিক শতাংশ বেড়ে হাজার ৯০ কোটি ইয়েনে পৌঁছছে। এছাড়া জাপানি পানীয় সেকের রফতানি ৩৩ দশমিক শতাংশ বেড়ে হাজার ৩৪০ কোটি ইয়েনে উন্নীত হয়েছে।

এশীয় দেশগুলোতেও জাপানি খাদ্যপণ্যের রফতানি অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ছিল। বিশেষ করে স্ট্রবেরির চাহিদা রয়েছে এশিয়ায়। এর ধারাহিকতায় এশিয়ার অন্যান্য দেশে জাপানের স্ট্রবেরি রফতানি ২৯ দশমিক শতাংশ বেড়েছে।

এদিকে কমেছে গরুর মাংসের রফতানি। চলতি বছরের মার্চে জাপানি গরুর মাংসের ওপর শুল্ক বাড়ায় যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় খাদ্যপণ্যটির রফতানি দশমিক শতাংশ কমে হাজার ১৪০ কোটি ইয়েনে দাঁড়িয়েছে।

জাপানের জন্য বৃহত্তম কৃষিপণ্যের বাজার চীন। দেশটিতে কৃষিপণ্য রফতানি ১৮ শতাংশ বেড়ে ১২ হাজার ১০ কোটি ইয়েনে উন্নীত হয়েছে। যুক্তরাষ্ট্রে জাপানের কৃষিপণ্যের রফতানি ৩৪ দশমিক শতাংশ বেড়ে ১০ হাজার ৪৬০ কোটি ইয়েনে উন্নীত হয়েছে। এদিকে পণ্য পরিবহন কমেছে হংকংয়ে। মহামারীর প্রকোপ এখনো আশঙ্কাজনক হওয়ায় দেশটিতে বিধিনিষেধ জারি রয়েছে। এর ধারাবাহিকতায় হংকংয়ে জাপানের পণ্য পরিবহন ১০ দশমিক শতাংশ কমে দাঁড়িয়েছে হাজার ১৭০ কোটি ইয়েনে।

২০২৫ সালের মধ্যে বার্ষিক কৃষি সামুদ্রিক খাদ্যপণ্যের রফতানি লাখ কোটি ইয়েনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাপান সরকার। ২০৩০ সালের মধ্যে তা লাখ কোটি ইয়েনে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন