অ্যালুমিনিয়াম আমদানি বাড়িয়েছে চীন

বণিক বার্তা ডেস্ক

জুলাইয়ে চীনের তামা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ধাতুটির দাম কমায় আমদানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। পাশাপাশি স্থানীয় বাজারে মজুদ স্বল্পতাও আমদানি বাড়াতে সহায়তা করেছে। চীনের শুল্ক বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

গত মাসে অ্যানোড, পরিশোধিত, অ্যালয় আধা পরিশোধিতসহ সব ধরনের তামা আমদানির পরিমাণ দাঁড়িয়েছে লাখ ৬৩ হাজার ৬৯৩ টনে। গত বছরের একই সময় দেশটি আমদানি করেছিল লাখ ২৪ হাজার ২৮০ টন তামা তামাজাত পণ্য। তবে বছরের জুনের তুলনায় আমদানি ১৩ দশমিক শতাংশ কমেছে। ওই মাসে দেশটি লাখ ৩৭ হাজার ৬৯৮ টন তামা তামাজাত পণ্য আমদানি করেছিল।

চলতি বছরের মার্চে রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাবে ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে রেকর্ড উচ্চতা আরোহণ করে। কিন্তু এর পরই ধাতুটির দরপতন ঘটতে শুরু করে। কারণ হিসেবে বিশ্লেষকরা চীনে করোনার নতুন ঢেউকে দায়ী করেছেন। সময় কঠোর লকডাউনের কারণে দেশটির শিল্প উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কায়ও দাম কমছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন