কোথায়, কী পড়ানো হয়

পাবলিক বিশ্ববিদ্যালয়: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে মোট পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্স একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বুটেক্সের পাঁচটি অনুষদের অধীনে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ মোট ১০টি বিষয়ের ওপর বিএসসি এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি প্রদান করা হয়। বুটেক্সে মোট আসন সংখ্যা মাত্র ৬০০। এর বাইরে চারটি সরকারি বিশ্ববিদ্যালয়েঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বিএসসি এমএসসি করার সুযোগ রয়েছে।

সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে নয়টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, যেগুলো চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকে। প্রতিটি কলেজের শিক্ষা কার্যক্রম বুটেক্সের সিলেবাস অনুযায়ী পরিচালিত হয় এবং পাসের সনদ বুটেক্স কর্তৃক প্রদান করা হয়। কলেজগুলো সম্পূর্ণরূপে বুটেক্স নিয়ন্ত্রিত। সরকারি নয়টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হলো বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল; চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী; বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, . এমএ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ; শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী; শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ। বুটেক্স উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম জানান, বুটেক্স অধিভুক্ত নয়টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চারটি করে বিভাগ রয়েছে। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং নয়টি কলেজে এক হাজারের বেশি শিক্ষার্থীর পড়ালেখার সুযোগ রয়েছে।

ইনস্টিটিউট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কার্যক্রম পরিচালিত বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র সরকারি-বেসরকারি অংশীদারত্বে টেক্সটাইল শিক্ষাবিষয়ক ইনস্টিটিউট হলো ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ, যা নিটার নামে পরিচিত। এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি দেয়া হয়। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গ্রহণের সুযোগ রয়েছে। এসব ইনস্টিটিউটের মধ্যে উল্লেখযোগ্য হলো দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট, পুলহাট, দিনাজপুর; টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট, বাজিতপুর, টাঙ্গাইল; বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউট, গৌরনদী, বরিশাল; নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট, নাটোর; রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট, রংপুর; চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউট এবং চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউট।

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আবদুল্লাহ আল জামান জানান, দেশের গার্মেন্টস শিল্পের জন্য প্রযুক্তিগতভাবে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চালু রয়েছে। মাত্র লাখ টাকায় ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ভেদে টাকার পরিমাণ কম-বেশি রয়েছে।

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জনপ্রিয়। বিএসসি চালু করা বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় মনে করা হয়। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান হলো নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, সাউথইস্ট ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন