‘ভালো শিক্ষক তৈরিতে গবেষণার পরিবেশ সৃষ্টি করতে হবে’

অধ্যাপক মো. আবুল কাশেম

পোশাক খাতের জন্য দক্ষ জনবলের জোগান দিতে গত কয়েক দশকে দেশের বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পোশাক শিল্পের প্রতিষ্ঠানগুলো এর সুফলও পাচ্ছে। শুধু জনবল তৈরির মধ্যে সীমাবদ্ধ না রেখে খাতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো বড় পরিসরে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বিশেষ করে, শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের গবেষণার কাজগুলো যদি বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে পরিচালনা করে, তাহলে প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে একটি বড় সহায়তা পাবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পাবে। এক্ষেত্রে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন আরো বাড়াতে হবে।

কেননা সরকারি হোক কিংবা বেসরকারি টেক্সটাইলকেন্দ্রিক দেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই খুব স্বয়ংসম্পূর্ণ, এটা বলা যাবে না। বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি করার ক্ষেত্রে তিনটি বিষয় নিশ্চিত করা খুব জরুরি। একটি সমৃদ্ধ কারিকুলাম, উন্নত ল্যাব দক্ষ শিক্ষক। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে আউটকামবেজড কারিকুলাম প্রণয়নের নির্দেশনা রয়েছে, সেটিকে গুরুত্ব দিতে হবে। ভালো ল্যাব তৈরি করার জন্য সরকার শিল্পপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রয়োজন। আর ভালো শিক্ষক তৈরি করতে হলে গবেষণার পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের দেশের বাইরে উচ্চশিক্ষার পাশাপাশি আরো স্কিল বাড়াতে হবে। এছাড়া সংখ্যার দিক থেকেও শিক্ষক অনেক কম, এখানে পরিবর্তন আনতে হবে। এসব ক্ষেত্রে পরিবর্তন আনতে পারলে আমাদের আর দক্ষ জনবলের জন্য বিদেশনির্ভর থাকতে হবে না।

 

অধ্যাপক মো. আবুল কাশেম: উপাচার্য, বুটেক্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন