সফটওয়্যার বিভ্রাটে বন্ধ যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা

বণিক বার্তা ডেস্ক

সফটওয়্যার বিভ্রাটে বন্ধ ছিল যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জরুরি স্বাস্থ্যসেবা। এনএইচএস ১১১-এর জন্য সফটওয়্যার সেবাদাতা কোম্পানি জানিয়েছে, সফটওয়্যারের ওই বিভ্রাট দেখা দিয়েছিল সাইবার হামলার কারণে। বিবিসির এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যে স্বাস্থ্যবিষয়ক যেকোনো জরুরি প্রয়োজনে ডাক্তার, নার্স প্যারামেডিকের সঙ্গে যোগাযোগসহ অ্যাম্বুলেন্স সেবাও মেলে এনএইচএস ১১১-তে কল করে। এনএইচএস ১১১-এর জন্য প্রযুক্তিগত অবকাঠামো সমর্থনদাতা কোম্পানি অ্যাডভ্যান্সড জানিয়েছে, সাইবার হামলার ঘটনা বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় চিহ্নিত করতে পেরেছে তারা।

বিবিসি বলছে, সাইবার হামলায় জরুরি স্বাস্থ্য সহযোগিতা সেবায় সামান্যই প্রভাব পড়েছে বলে দাবি করছে এনএইচএস।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বলছে, তারা সাইবার হামলা সম্পর্কে অবগত আছেন এবং তদন্তের স্বার্থে অ্যাডভান্সড-এর সঙ্গে কাজ করছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন