মন্দার শঙ্কায় ইউরোপের পুঁজিবাজারে পতন

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার ইউরোপের পুঁজিবাজারে দরপতন হয়েছে। মূলত যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর পাশাপাশি মুদ্রাস্ফীতি আরো বেড়ে যাওয়া এবং সামনের দিনগুলোয় অর্থনীতিতে মন্দার শঙ্কায় পুরো ইউরোপের পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। গত শুক্রবার আমেরিকা অঞ্চলের পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেলেও ঊর্ধ্বমুখী ছিল এশিয়ার পুঁজিবাজার।

ইউরোপে যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক গত শুক্রবারে পয়েন্ট কমেছে। পাশাপাশি জার্মানির ব্লুচিপ সূচক ডিএএক্স ৮৯ পয়েন্ট এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচক ৪১ পয়েন্ট কমেছে দিন। এছাড়া ডেনমার্ক, পোল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, অস্ট্রিয়া লুক্সেমবার্গের পুঁজিবাজারও সময় নিম্নমুখী ছিল। অন্যদিকে স্পেন পর্তুগালের পুঁজিবাজারের প্রধান সূচকগুলোতে পয়েন্ট যোগ হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গত বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। অক্টোবরে দেশটির মুদ্রাস্ফীতি ১৩ শতাংশে দাঁড়াবে বলে প্রক্ষেপণ করা হয়েছে। ফলে চতুর্থ প্রান্তিকে অর্থনীতি দীর্ঘমেয়াদি মন্দার মধ্যে পড়তে পারে বলে শঙ্কা রয়েছে। অর্থনীতির সংকটকালে কভিড-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমও ক্রমেই বিবর্ণ হয়ে পড়ছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ৭৭ পয়েন্ট বাড়লেও এসঅ্যান্ডপি ৫০০ সূচক পয়েন্ট নাসডাক সূচক ৬৩ পয়েন্ট কমেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি আমেরিকা অঞ্চলের অন্যান্য দেশের প্রধান সূচকেও গতকাল মিশ্র প্রবণতা দেখা গেছে। সময়ে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, কানাডা, চিলি কলম্বিয়ার সূচক বাড়লেও কমেছে মেক্সিকো কোস্টারিকার সূচক।

এশিয়ার অন্যতম প্রধান পুঁজিবাজার জাপানের নিক্কেই ২২৫ সূচক গত শুক্রবার ২৪৪ পয়েন্ট বেড়েছে। সময়ে ভারতের বিএসই সেনসেক্স সূচকেও ৩৮ পয়েন্ট যোগ হয়েছে। পাশাপাশি ভিয়েতনামের হ্যাং সেং সূচকে ২৮ পয়েন্ট চীনের সাংহাই সূচকে ৩৮ পয়েন্ট যোগ হয়েছে। এছাড়া পাকিস্তান, হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, শ্রীলংকা থাইল্যান্ডের পুঁজিবাজারেও পয়েন্ট যোগ হয়েছে। তবে সময় মালয়েশিয়া, নিউজিল্যান্ড ফিলিপাইনের পুঁজিবাজারের সূচক কমেছে।

গত শুক্রবার মধ্যপ্রাচ্যের পুঁজিবাজারে নিম্নমুখিতা দেখা গেছে। সময় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার লেবাননের পুঁজিবাজারে প্রধান সূচকগুলো পয়েন্ট হারিয়েছে। তবে সময় ওমান, বাহরাইন জর্ডানের সূচকে পয়েন্ট যোগ হয়েছে।

গত সপ্তাহে বাংলাদেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকেই পয়েন্ট যোগ হয়েছে। ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৩৩১ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। সূচকটির বর্তমান অবস্থান হাজার ৩১২ পয়েন্টে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন