তিন দিনের মাথায় আবার বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

তিন দিনের মাথায় বাংলাদেশের বাজারে আবারো বাড়ানো হলো স্বর্ণের দাম। এ দফায় ভরি প্রতি সর্বোচ্চ দাম বেড়েছে এক হাজার ৯৮২ টাকা। ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩০ টাকা। অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৩০ টাকায়।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাম বাড়ানোর খবর জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার থেকে এ দাম কার্যকর হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৮৪ হাজার ৩০২ টাকা, ২১ ক্যারেটের দাম ৮০ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৬৮ হাজার ৯৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫৬ হাজার ৯৭৯ টাকা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেসময়  ২২ ক্যারেটের প্রতি ১ ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের ১ ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬৮ হাজার ৪১৭ টাকা। আর সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৫ টাকা নির্ধারণ করা হয়। 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন