দেশে এল বঙ্গবন্ধু রেল সেতুর স্টিল কাঠামোর প্রথম চালান

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর জন্য স্টিলের কাঠামোর মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি উহইওন হোপ। আজ শনিবার বিকেলে বন্দরের ৭ নং জেটিতে এসে পৌঁছে জাহাজটি। জাহাজটিতে রেল সেতু নির্মাণ প্রকল্পের জন্য ২৬৭টি প্যাকেজের ২ হাজার ৩৫০ দশমিক ৬৩ টন ফেব্রিকেটেড স্টিল ট্রাস সাপোর্ট এসেছে।

গত ২৫ জুলাই ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বলেন,  আমদানি করা স্টিলের বিভিন্ন কাঠামো সমৃদ্ধ প্রথম চালান নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি নোঙ্গর করেছে। স্টিলের কাঠামোর এসব মালামাল খালাসের প্রক্রিয়া চলছে।

রেল সেতুর জন্য স্টিলের এই কাঠামোগুলো তৈরি করেছে ভিয়েতনামের আইএইচআই ইনফ্রাস্ট্রাকচার এশিয়া লিমিটেড।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন