বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।

আজ শনিবার বিকেল সোয়া ৬টার দিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসে পৌঁছার। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ওয়াং ই। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সঙ্গে ছিলেন। এরপর জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

দুদিনের সফরে আজ বিকেল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

গত ২৮ জুলাই থেকে এশিয়ার কয়েকটি দেশ সফর শুরু করেন ওয়াং ই। এরই মধ্যে উজবেকিস্তানসহ তিনটি দেশ সফর করেছেন। সফরের অংশ হিসেবে আজ বাংলাদেশে এলেন তিনি। আগামীকাল রোববার বাংলাদেশ সফর শেষে তার মঙ্গোলিয়ায় যাওয়ার কথা রয়েছে।

এছাড়া আগামীকাল বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এ বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে ওয়াং ইর।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন