মারা গেছেন যুক্তরাজ্য প্রবাসী সামিরাও

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

১১ দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর যুক্তরাজ্য প্রবাসী সামিরা ইসলামের (২০) মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে তিনি মারা যান।

ওসমানী নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, ঘটনার পর থেকে সামিরার জ্ঞান না ফেরায় শঙ্কায় ছিলেন চিকিৎসকরা। ১১ দিন আইসিউতে থাকার পর তিনি শুক্রবার দিবাগত রাতে মারা যান।

তবে এখন পর্যন্ত এ ঘটনার রহস্য উদঘাটন হয়নি। রহস্য উদঘাটন প্রসঙ্গে ওসি বলেন, অনেক আলামত সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। ল্যাব থেকে রিপোর্ট আসলে ঘটনার মূল কারণ জানা যাবে।

গত ২৬ জুলাই ওসমানীনগরের একটি বাসা থেকে একই পরিবারের পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেয়ার পর এদের মধ্য থেকে রফিকুল ইসলাম (৫০) ও তার ছোট ছেলে মাইকুল ইসলাম (১৬) মারা যান।

একই দিন আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), ছেলে সাদিকুল ইসলাম (২৫) এবং মেয়ে সামিরা ইসলামকে আইসিইউতে ভর্তি করা হয়। ১১ দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন সামিরা।

বর্তমানে হোসনে আরা ও ছেলে সাদিকুল ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত দুদিন ধরে তারা বাড়িতে অবস্থান করছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন