আসিয়ান সম্মেলনে উত্তেজনা ছড়াচ্ছে তাইওয়ান ইস্যু

বণিক বার্তা অনলাইন

কম্বোডিয়ার নম পেনে আসিয়ান সম্মেলনের একটি দৃশ্য ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর আসিয়ান সম্মেলনেও উত্তেজনা সৃষ্টি করেছে দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে

আজ শনিবার সম্মেলনের সভাপতি কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন জানান, পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় তাইওয়ান পরিস্থিতির আঁঁচ পড়েছে বিষয়ে জোরালো তর্ক-বিতর্ক হয়েছে তবে আলাপের মাধ্যমে সমাধান হলে ভালো হতো

সোখোন জানান, পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বলেছিলেন, তাদের অবশ্যই শান্ত, মর্যাদা, ভদ্রতার সঙ্গে আলোচনা করতে হবে

তিনি সাংবাদিকদের বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা পরস্পরের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি

আসিয়ানের এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে মিয়ানমার প্রসঙ্গসহ বেশকিছু বিষয় অন্তর্ভুক্ত ছিল কিন্তু শুক্রবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তাইওয়ান প্রসঙ্গের পেছনে পড়ে যায় বাকি বিষয়গুলো

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর সঙ্গে আরো যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান অস্ট্রেলিয়া শুক্রবারের বার্ষিক এই সম্মেলনে মোট ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন

বৈঠকে থাকা একজনের বরাতে জানা গেছে, শুক্রবারের একটি অধিবেশনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাশা হায়াশির বক্তৃতার সময় বেরিয়ে যান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর আগে হায়াশির সঙ্গে নির্ধারিত একটি বৈঠক বাতিল করেন ওয়াং

গত সপ্তাহে চীনের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ান সফর করেন ন্যান্সি পেলোসি এর পরপরই স্বশাসিত দ্বীপটির ওপর একাধিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয় চীন নিজের অংশ দাবি করা তাইওয়ানের কাছে আয়োজন সামরিক মহড়া

তাইওয়ানকে ঘিরে চলমান এই উত্তেজনা নিয়ে বৃহস্পতিবার সতর্ক করে দেয় আসিয়ান বৃহৎ শক্তিগুলোর সংঘর্ষের ঝুঁকি ছিল এই বার্তার বিষয়বস্তু

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন