মিরসরাইয়ে আগুনে প্রাণ গেল শিশুর

বণিক বার্তা প্রতিনিধি, মিরসরাই

মিরসরাইয়ে আগুনে পুড়ে লামিয়া সুলতানা নামে ১১ মাসের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর দেড়টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের গোল বক্স মুহুরি বাড়িতে ঘটনা ঘটে। এছাড়া আগুনে ওই বাড়ির আজিজুল হকের তিন ছেলে মাঈন উদ্দিন, রাজিব উদ্দিন আরিফের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। নিহত লামিয়া রাজিব উদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বাড়ির পুরুষ সদস্যরা জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পর হঠাৎ আজিজুল হকের ঘরে আগুন লাগে। সময় ঘরে শিশু লামিয়া সুলতানা ঘুমাচ্ছিল। পরে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘুমিয়ে থাকা লামিয়া পুড়ে মারা যায়।

আজিজুল হকের আত্মীয় মো. হুমায়ুন কবির বলেন, ঘরে যখন আগুন লাগে তখন আমার মামা আজিজুল হক মসজিদে ছিলেন। ঘরের নারী সদস্যরা বাইরে কাজ করছিলেন। শিশু লামিয়ার মা সন্তানকে ঘরে শুয়ে রেখে পুকুরে গোসল করতে যান। আগুন লাগার পর ঘর থেকে লামিয়াকে বের করা সম্ভব হয়নি। পুড়ে অঙ্গার হয়ে যায় শিশুটি।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা হায়াতুল নবী জানান, ইছাখালীতে অগ্নিকাণ্ডে এক শিশু নিহত হয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন