পানিতে ডুবে ঝিনাইদহ ও মানিকগঞ্জে তিন শিশুর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, ঝিনাইদহ

পানিতে ডুবে ঝিনাইদহের মহেশপুরে জিম (১৩) সাব্বির (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে মহেশপুর ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয় কপোতাক্ষ নদ থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেন। শিশু জিম মহেশপুর শহরের হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে। অন্যদিকে সাব্বির হোসেন একই পাড়ার রহমত আলীর ছেলে।

মহেশপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুস সোবাহান হাওলাদার জানান, গতকাল দুপুরে জিম সাব্বির মহেশপুরের কপোতাক্ষ নদে গোসল করতে নামে। গোসলে নেমে তারা একটি ছোট নৌকায় চড়লে তা উল্টে তাদের গায়ের ওপর পড়ে। এতে ওই দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। তিনি আরো জানান, সময় সঙ্গে থাকা আরেক শিশু বাড়িতে এসে জানালে স্বজনরা কপোতাক্ষ নদে খোঁজ করতে থাকে। খবর পেয়ে বিকাল ৩টার দিকে মহেশপুর ফায়ার সার্ভিস সদস্যরা নদের পাড়ে শিশুদের স্যান্ডেল দেখে উদ্ধার অভিযান শুরু করেন। বিকাল সাড়ে ৪টার দিকে জিম সাব্বিরের মৃতদেহ একটি ডিঙ্গি নৌকার নিচে চাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কীভাবে শিশু দুটির মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি মাঝিপাড়া গ্রামে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সৌরভ হালদার নামে ওই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু সৌরভের বাবার নাম বিজয় হালদার।

শিশুটির স্বজন প্রতিবেশীরা জানান, গতকাল সকালে বাড়ির উঠানে খেলা করছিল সৌরভ। শিশুটির বাবা তখন আড়তে ছিলেন। আর শিশুটির মা ঘর-গৃহস্থালির কাজ করছিলেন। কোনো এক ফাঁকে শিশুটি বাড়ির পাশে হিজল গাছের কাছে যায়। সবার অগোচরে পাশের খালে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ শিশুটিকে বাড়িতে না পেয়ে স্বজন প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে থাকেন। দুপুর ১২টার দিকে বাড়ির পাশে হিজল গাছের নিচে শিশু সৌরভের মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন