পুকুর ভরাটের অভিযোগে ১২ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের পাহাড়তলী থানার সরাইপাড়ার বাচা মিয়া রোড এলাকায় পুকুর ভরাট করায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক রুম্পা শিকদার বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলাটি করেন। আসামিরা হলেন গোলতাজ বেগম, কবির আহমেদ, সিরাজুল ইসলাম, শামসুল আলম, মো. মোবারক ইসলাম, নাসির ইসলাম, আকতারুল ইসলাম, মাচুলা খাতুন, জাহানারা বেগম, মো. জাহাঙ্গীর, মো. জসিম মো. এরশাদ।

চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বণিক বার্তাকে বলেন, গত ১৮ মে সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুম্পা শিকদার ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটের প্রাথমিক সত্যতা পান। পরিদর্শনে পুকুরটির হাজার ২০০ বর্গফুট জায়গা ভরাট অবস্থায় পাওয়া যায়। পুকুরটির পূর্বদিক বাদে বাকি অংশ ভরাট এবং মধ্য অংশ বরাবর ইটের দেয়াল নির্মাণ করা হয়েছে। পরিপ্রেক্ষিতে ১৮ জুলাই শুনানি শেষে পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন