সপ্তাহজুড়ে বেক্সিমকোর ৩৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে হাজার ৫৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮ দশমিক ৬৮ শতাংশ বা হাজার ৪৫০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। দশ কোম্পানির মধ্যে ৩৬৩ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর কোটি ৯৪ লাখ ৬৬ হাজার ৪০৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬৩ কোটি ৬০ লাখ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের দশমিক ১৯ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৯৫ কোটি ৭৫ লাখ ৪২ হাজার টাকার কোটি ৪৫ লাখ ১৩ হাজার ১৮১টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের দশমিক ৮৭ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। তবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ৭৫ শতাংশ।

গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩ লাখ ৫৪ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৮২ শতাংশ।

গত সপ্তাহের সর্বোচ্চ লেনদেনের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারদর ৩২ দশমিক ৮৪ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল দশমিক ৯২ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৪৭ কোটি ৯০ লাখ ৫৮ হাজার টাকার কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৬০৭টি শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর দশমিক ২০ শতাংশ বাড়ার পাশাপাশি মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল দশমিক ৬৩ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৩২ কোটি ৮৩ লাখ ৮৯ হাজার টাকার ৮৬ লাখ ৮৫ হাজার ৪৭১টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রতিষ্ঠানটির ১১৬ কোটি ২৫ লাখ ২২ হাজার টাকার কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে মোট লেনদেনের দশমিক ৩০ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির দখলে। সময় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৪৩ শতাংশ।

তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর দশমিক ১২ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল দশমিক ৮৩ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৯২ কোটি ৫১ লাখ ৫৫ হাজার টাকার কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৫২টি শেয়ার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন