সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা কাল

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গিয়েছে।

সর্বশেষ প্রকাশিত চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ৪৩ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা বেড়ে ৩৪০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ১৪ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা বেড়ে ১৬৮ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকায় দাঁড়িয়েছিল।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১৩ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। এর আগে আলোচ্য হিসাব বছরের জন্য শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ঘোষিত চূড়ান্ত লভ্যাংশসহ আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। -সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৩১ আগস্ট।

সর্বশেষ প্রকাশিত ক্রেডিট রেটিং অনুযায়ী, কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ডাবল প্লাস স্বল্পমেয়াদে এসটি-টু কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল)

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৭ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা কোটি ৭৫ লাখ।

এর ৫৪ দশমিক ৮৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, দশমিক ৬৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৪০ দশমিক ৫০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ৫৫ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারের দর ৪৮ টাকা থেকে ৮৩ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন