টানা দ্বিতীয় মাসের মতো ডির‌্যামের দাম কমেছে

বণিক বার্তা ডেস্ক

বাজারে অস্থিতিশীলতার জেরে আগস্টেও কমেছে ডির‌্যামের দাম। নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো ডির‌্যামের দাম কমল। ইয়োনহাপ ইনফোম্যাক্সের বরাতে জানা গিয়েছে, আট গিগাবাইটের ডিডিআর৪ ডির‌্যামের দাম স্পট মার্কেটে দশমিক ৯১ ডলারে নেমে এসেছে। গত মাসের দশমিক ২৭ ডলারের চেয়ে যা ১১ শতাংশ কম।

ডির‌্যাম বা র‌্যানডম অ্যাকসেস মেমোরি হচ্ছে এমন এক পরিবর্তনশীল সেমিকন্ডাক্টর মেমোরি, যেখানে বিদ্যুৎ সংযোগ থাকা অবধি ডাটা সুরক্ষিত থাকে। মূলত পিসি, ওয়ার্কস্টেশন সার্ভারে ডির‌্যাম ব্যবহূত হয়। 

স্যামসাং ইলেকট্রনিকস এসকে হাইনিক্স বিশ্বের দুই শীর্ষ ডির‌্যাম নির্মাতা কোম্পানি। ডির‌্যাম বাজারে দুই দক্ষিণ কোরীয় কোম্পানির বাজার হিস্যা ৭০ শতাংশের বেশি।

গত মে মাস থেকেই ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপের দাম কমতে শুরু করেছে। ডির‌্যাম এক্সচেঞ্জের বরাতে জানা গিয়েছে, গত জুলাইয়ে জিবি ১২৮এমএক্স৮ এসএলসি পণ্যের দাম ছিল ডলার। জুনে তার দাম ছিল দশমিক শূন্য ডলার এবং মে মাসে দশমিক শূন্য ডলার।

ন্যান্ড ফ্ল্যাশ মেমোরিও এক ধরনের অপরিবর্তনীয় (নন-ভলাটাইল) স্টোরেজ যেখানে ডাটা সংরক্ষণে বিদ্যুৎ প্রয়োজন পড়ে না। স্মার্টফোন ল্যাপটপের মতো ভোক্তা ইলেকট্রনিকসে ধরনের মেমোরি ব্যবহূত হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন