শতাধিক দেশে এনএফটি ফিচার চালু ইনস্টাগ্রামের

বণিক বার্তা ডেস্ক

শতাধিক দেশে এনএফটি ফিচার চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। গত মে মাসে পরীক্ষামূলকভাবে চালুর পর বর্তমানে আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য আমেরিকার শতাধিক দেশে ফিচার উন্মুক্ত হচ্ছে। শুরুতে শুধু যুক্তরাষ্ট্রের অল্প কতক ক্রিয়েটরের জন্য এনএফটি সুবিধা চালু হয়েছিল।

এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে তাদের ফিড মেসেজে এনএফটি ব্যবহার করতে পারবে। এছাড়া তাদের স্টোরিজে অগমেন্টেড রিয়ালিটি (এআর) স্টিকার্স ব্যবহার করতে পারবে। এখনো ইনস্টাগ্রামে এনএফটি ক্রয়-বিক্রয় করা না গেলেও প্যারেন্ট কোম্পানি মেটা জানিয়েছে, তারা -সংক্রান্ত একটি মার্কেটপ্লেস তৈরিতে কাজ করে যাচ্ছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া জায়ান্টটি আরো জানায়, কয়েনবেজ, রেইনবো, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট ড্যাপারের মতো থার্ড-পার্টি ওয়ালেট সাপোর্ট করবে ইনস্টাগ্রাম। এছাড়া ইথারিয়াম, পলিগন ফ্লোর মতো ব্লকচেইন সাপোর্ট করবে শীর্ষ ফটো ভিডিও শেয়ারিং অ্যাপটি।

ইনস্টাগ্রামে এনএফটি ফিচার চালুর কয়েক সপ্তাহ আগে তা ফেসবুকে চালু করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন