ভারতী এয়ারটেলকে ফাইভজি সামগ্রী সরবরাহ করবে স্যামসাং

বণিক বার্তা ডেস্ক

ভারতী এয়ারটেলকে ফাইভজি নেটওয়ার্ক সামগ্রী সরবরাহ করবে স্যামসাং ইলেকট্রনিকস। নিয়ে ভারতভিত্তিক টেলিকম জায়ান্টের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার। যেখানে প্রথম ফাইভজি সামগ্রী সরবরাহের চুক্তি করেছে তারা।

চুক্তির অধীনে স্যামসাং মাল্টিপল ইনপুট, মাল্টিপল আউটপুট রেডিওসহ রেডিও ইউনিট সরবরাহ করবে। এছাড়া অফার অপ্টিমাইজেশন রক্ষণাবেক্ষণ পরিষেবাগুলোও সরবরাহ করবে।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ টেলিকম বাজারে প্রতি মাসে ১১০ কোটি গ্রাহক হাজার ৫৩০ কোটি গিগাবাইট মোবাইল ডাটা ব্যবহার করে। ২০১৬ সালে দেশটিতে ফোরজি নেটওয়ার্কের অবকাঠামো নির্মাণে অংশ নিয়েছিল স্যামসাং। তখন দেশটির শীর্ষস্থানীয় টেলিকম পরিষেবা প্রতিষ্ঠান রিলায়েন্স জিওর জন্য ফোরজি সামগ্রী সরবরাহ করেছিল তারা।

স্যামসাং ইলেকট্রনিকসের বিজনেস চিপ কিয়ং হুন বলেছেন, ভারতের টুজি থেকে ফোরজি রূপান্তরে ভূমিকা রেখেছিল স্যামসাং। ফাইভজি যুগে প্রবেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্যামসাং দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য কানাডার মতো দেশে ফাইভজি প্রকল্পে কাজ করেছে। বিশ্বব্যাপী ফাইভজি সামগ্রীর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে দৃঢ় অবস্থান নিতে কাজ করে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানিটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন