১৪ কোটি ডলারে রোমিও পাওয়ার কিনছে নিকোলা

বণিক বার্তা ডেস্ক

১৪ কোটি ৪০ লাখ ডলারে ব্যাটারি সরবরাহকারী প্রতিষ্ঠান রোমিও পাওয়ার ইনক কিনে নিচ্ছে নিকোলা কর্প। বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এতে এখন নিজেরাই ব্যাটারি তৈরির পদক্ষেপ নেয়া যাবে। খবর রয়টার্স।

কোম্পানিটির প্রোটোটাইপ ইলেকট্রিক ট্রাকের জন্য ব্যাটারি সরবরাহকারী হিসেবে কাজ করে রোমিও পাওয়ার। সেই সঙ্গে এলজি এনার্জি সলিউশন এবং প্রোত্তেরা ইনকের কাছ থেকেও ব্যাটারি কেনে নিকোলা।

এক বিবৃতিতে নিকোলার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক রাসেল বলেন, অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিদ্যুচ্চালিত যানবাহনের উন্নয়নে বেশ ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত জুনে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, উৎপাদন আরো বাড়ানো এবং দাম কমানোর জন্য ২০২৪ সালের মধ্যে নিজেদের ব্যাটারি প্যাক তৈরি করার বিভিন্ন বিকল্প পর্যালোচনা করা হচ্ছে।

কয়েক মাসে ব্যাটারির উপাদানের দাম বেড়ে গিয়েছে অনেকাংশেই।

নিকোলা জানিয়েছে, প্রথমে রোমিও পাওয়ারকে কোটি ৫০ লাখ ডলার অন্তর্বর্তী তহবিল দেয়া হবে যেন প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম চালিয়ে যাওয়া সহজতর হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন