রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে টেলিভিশনের বিশেষ আয়োজন

ফিচার প্রতিবেদক

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিশীথে অবলম্বনে নির্মিত নাটকের দৃশ্য

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ। উপলক্ষে টেলিভিশনের পর্দায় থাকছে নানা আয়োজন।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিশীথে অবলম্বনে নির্মিত নাটক নিশীথে প্রচারিত হবে আজ রাত ৯টায়। নিমা রহমানের নাট্যরূপে নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, দোয়েল, তৃষ্ণা হাওলাদার, উত্তম চক্রবর্তী, মনোজ সেনগুপ্ত, অপু নোমান, গাজী রোকন তমা।

বিশেষ সংগীতানুষ্ঠান প্রচারিত হবে আজ সকাল ৯টা ১০ মিনিটে। কবিতা আবৃত্তির অনুষ্ঠান প্রচারিত হবে বেলা ১১টায় বিকাল ৬টা ২০ মিনিটে। বিশেষ নাটক রক্তকরবী প্রচারিত হবে বেলা ১১টা ৩০ মিনিটে। আলেখ্যানুষ্ঠান প্রচারিত হবে রাত ১০টা ২৫ মিনিটে। এটি উপস্থাপনা করেছেন ত্রপা মজুমদার। কবিতা পড়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। গান গেয়েছেন বুলবুল ইসলাম, লাইসা ইসলাম, তুহিন ইসলাম প্রমুখ।

বেসরকারি টেলিভিশনগুলোর অনুষ্ঠানে ভিন্নতা আনা হয়েছে। আজ বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান প্রাণ চায় চক্ষু না চায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী দেবলীনা সুর। সঞ্চালনা করেছেন শিমুল মুস্তাফা। কোরাস আবৃত্তি পরিবেশনা করেছে আবৃত্তি দল বৈকুণ্ঠ। অনুষ্ঠানে অতিথি উপস্থাপকের সঙ্গে আলাপচারিতায় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। বাংলাভিশনের সকালের নিয়মিত আয়োজন দিন প্রতিদিন-এর বিশেষ পর্বে অতিথি থাকবেন রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায়। আয়োজনটি প্রচারিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের বিশ্বকবি হয়ে ওঠার প্রেক্ষাপট বিভিন্ন দিক, একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক এবং কবির সমগ্র জীবনসহ নানা জানা-অজানা বিষয় উঠে আসে আলোচনায়। আফিয়া বৃষ্টির প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নাবিলা মুশতারী।

দীপ্ত টিভির বিশেষ অনুষ্ঠান চলার পথে প্রচারিত হবে আজ সকাল ৭টা ৫০ মিনিটে। বিশেষ অনুষ্ঠান কথাকলির প্রয়াণ থাকছে রাত ১১টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটিতে অতিথি থাকছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম, স্বপ্নীল সজিব আবৃত্তিকার সামিউল ইসলাম পোলাক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন