হিরোশিমা দিবসে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’

আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ’— স্লোগান নিয়ে নাট্যসংগঠন স্বপ্নদলের আয়োজনে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ত্রিংশ শতাব্দী- বিশেষ মঞ্চায়ন হতে যাচ্ছে। এর সঙ্গে অন্যান্য আনুষ্ঠানিকতায় হিরোশিমা দিবস ২০২২ পালন করা হবে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনানির্ভর স্বপ্নদলের দেশ-বিদেশে দর্শকনন্দিত যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ত্রিংশ শতাব্দীর রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৭৭ বছর পূর্তি উপলক্ষে হিরোশিমা দিবস ২০২২-এর অনুষ্ঠানমালায় থাকছে নানা আয়োজন। বিকাল ৫টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে হিরোশিমা-নাগাসাকিভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার-আলোকচিত্র-ভিডিও-ইনস্টলেশন আর্ট প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় মিলনায়তনে থাকছে যুদ্ধ যন্ত্রণার প্রতীক জাপানি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ, যুদ্ধবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য ত্রিংশ শতাব্দী প্রযোজনার ১১৭তম মঞ্চায়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে জাপানের মান্যবর রাষ্ট্রদূত ইতো নাওকি জাপানে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক নাট্যজন . রশীদ হারুন। স্বাগত বক্তব্য দেবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন