
নতুন সিজন নিয়ে আসছে কপিল শর্মা শো। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনেই যথারীতি প্রচারিত হবে এ শো। উপস্থাপনায় থাকছেন কপিল শর্মা। টিম কপিল শর্মা জানিয়েছে, এবার নতুন মুখ দেখা যাবে এ শোয়ে। সঙ্গে সঙ্গে ফ্যানরা জানিয়েছেন, তারা সুনীল গ্রোভারকে দেখতে চান। সুনীল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে দর্শকদের দৃষ্টিকোণ থেকে সুনীল এ অনুষ্ঠানের মূল আকর্ষণ। ডক্টর গুলাটি চরিত্রটি ছাড়া এ শো অনেকটাই ম্লান হয়ে যায়।