উত্তোলন কিছুটা বাড়াতে সম্মত হয়েছে ওপেক প্লাস

বণিক বার্তা ডেস্ক

ওপেক তার মিত্ররা জ্বালানি তেল উত্তোলন সামান্য পরিমাণে বৃদ্ধি করতে সম্মত হয়েছে। মূলত পশ্চিমা মিত্রদের খুশি করতে সৌদি আরবের মদদে ওপেক তার ইতিহাসের এমন একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় বিশ্বে জ্বালানি সরবরাহে অস্থিতিশীলতা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের অনুরোধে আগামী সেপ্টেম্বর থেকে প্রতিদিন এক লাখ ব্যারেল অতিরিক্ত তেল উত্তোলন করবে ওপেকভুক্ত দেশগুলো। অবশ্য এর পূর্বে গত জুলাই আগস্টে প্রতিদিন অতিরিক্ত লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশগুলোয় মূল্যস্ফীতি বিস্ময়করভাবে বেড়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে সৌদি আরব সফর করেন। সফরের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন এবং তার দেশের পাম্পগুলোয় তেলের দাম সহনীয় মাত্রায় নিয়ে আসা। সেজন্য তেলের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প ছিল না। অবশ্য তেল রফতানিকারক দেশগুলো এর চেয়েও অধিক তেল উত্তোলনের প্রস্তাব করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন