নিনতেনদোর পরিচালন মুনাফা কমেছে ১৫%

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) নিনতেনদোর পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১০ হাজার ১০০ কোটি ইয়েন (৭৬ কোটি ডলার) সে হিসাবে মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কমেছে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, নিনতেনদোর ফ্ল্যাগশিপ ব্যবসা সুইচের বিক্রি নিম্নমুখী হওয়ায় পরিচালন মুনাফা কমেছে প্রতিষ্ঠানটির।

মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দরপতন ঘটেছে। এরই ধারাবাহিকতায় মুনাফা বেড়েছে নিনতেনদোর। প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২৮ শতাংশ বেড়ে ১১ হাজার ৮০০ কোটি ইয়েনে উন্নীত হয়। গেমিং প্রতিষ্ঠানটির মোট বিক্রির ৮০ শতাংশ আসে বিদেশী বাজার থেকে।

এপ্রিল-জুন প্রান্তিকে নিনতেনদো ৩৪ লাখ ৩০ হাজার সুইচ কনসোল বিক্রি করেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৪ লাখ ৫০ হাজার ইউনিট। এতে আয় নিম্নমুখী হয়েছে প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়, সেমিকন্ডাক্টরের সংকটের কারণে বিক্রি অব্যাহতভাবে নিম্নমুখী ছিল। এর কারণেই উৎপাদন ব্যাহত হয় প্রতিষ্ঠানটির। কভিড-১৯ মহামারীর কারণে ইলেকট্রনিকস শিল্প খাতে সরবরাহ প্রতিবন্ধকতা ছিল।

মার্চে শেষ হওয়া অর্থবছরে নিনতেনদোর সুইচ কনসোলের বিক্রি ২০ শতাংশ কমেছে। অন্যদিকে আগামী বছরের মার্চ পর্যন্ত অর্থবছরে বিক্রি আরো শতাংশ কমার পূর্বাভাস মিলেছে।

এদিকে চিপ সংকট দ্রুতই কেটে উঠবে বলে জানিয়েছে নিনতেনদো। মূলত কভিডজনিত বিধিনিষেধসহ ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বৈশ্বিক চিপ সংকট শুরু হয়। জাপানভিত্তিক বহুজাতিক ভিডিও গেমিং প্রতিষ্ঠান নিনতেনদোর ওপরও এর প্রভাব পড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন