অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অন্ধত্বের ঝুঁকি বাড়ায়

মানবদেহের দীর্ঘমেয়াদি জটিল রোগগুলোর মধ্যে অন্যতম হলো ডায়াবেটিস। এর কারণে চোখের রক্তনালিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে।  ধীরে ধীরে চোখের ভেতরে পানি জমতে থাকে। এছাড়া চোখের লেন্স, কর্নিয়া, রেটিনায় প্রভাব ফেলে প্রাণঘাতী রোগটি।

চক্ষুবিশেষজ্ঞ ডা. মো. মুন্তাকিম শাহিদ বণিক বার্তাকে বলেন, ডায়াবেটিসের রোগীদের বছরে অন্তত একবার চোখের ভেতরের কালার ফান্ডাস ফটোগ্রাফি পরীক্ষা করতে হবে। কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে চোখের ভেতরের রক্তনালিগুলোয় রক্তক্ষরণ হয়। এছাড়া ধীরে ধীরে চোখের ভেতর পানি জমতে থাকে। যখন রক্তক্ষরণ চলে যায়, তখন প্রোটিন ম্যাটেরিয়ালগুলো থেকে যায়। ফলে রেটিনায় সাদা শক্ত আবরণ দেখা যায়। এতে রেটিনার মধ্যে থাকা মেকুলায় পানি জমে রোগীদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন