এসএমইতে লেনদেনের ন্যূনতম বিনিয়োগসীমা বাড়াল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে গঠিত এসএমই প্লাটফর্মে লেনদেনের জন্য যোগ্য বিনিয়োগকারীদের (ইআই) ন্যূনতম বিনিয়োগসীমা ১০ লাখ টাকা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৩৩তম কমিশন সভায় গতকাল সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমই প্লাটফর্মে লেনদেনের জন্য যোগ্য বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে সর্বনিম্ন বিনিয়োগসীমা ২০ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা নির্ধারণ করেছে কমিশন। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এসএমই প্লাটফর্মে লেনদেন করতে হলে যোগ্য বিনিয়োগকারীদের পুঁজিবাজারে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। সিদ্ধান্ত তিন মাস পর থেকে কার্যকর হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগের চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি এসএমই প্লাটফর্মে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে যোগ্য বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৫০ লাখ থেকে কমিয়ে ২০ লাখ টাকা নির্ধারণ করে বিএসইসি। পাঁচ মাস পরই পুঁজিবাজারে তারল্য বাড়াতে যোগ্য বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ১০ লাখ টাকা বাড়াল নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিকে চলতি বছরের ২৩ মে কমিশনের ৮২৪তম সভায় পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে যোগ্য বিনিয়োগকারীদের আইপিওতে অংশগ্রহণের ক্ষেত্রে বিনিয়োগসীমা বাড়ানো হয়। সিদ্ধান্ত অনুসারে কাট অফ তারিখে যোগ্য বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম কোটি টাকা বিনিয়োগ থাকলে তারা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোটা সুবিধা নিতে পারবেন। এর আগে কোটি টাকা বিনিয়োগ থাকলেই তারা আইপিও সুবিধা নিতে পারতেন।

এছাড়া অনুমোদিত পেনশন ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রেও কোটা সুবিধা নিতে দেড় কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ থাকতে হবে। এর আগে পুঁজিবাজারে ৫০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই এসব ফান্ড আইপিও কোটা সুবিধা ভোগ করতে পারত। এসব ফান্ড ইলেকট্রনিকস সাবস্ক্রিপশন সিস্টেমসে (ইএসএস) নিবন্ধনের ক্ষেত্রে দুই স্টক এক্সচেঞ্জের ইএসএস টিম জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদিত কপি এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী সংশ্লিষ্ট ব্যাংক বিবরণী পরীক্ষা করে নিবন্ধন নিশ্চিত করবেন। সংশ্লিষ্ট ফান্ড তার আর্থিক বিবরণীতে প্রদর্শিত অর্থের অতিরিক্ত অর্থ কোনো আইপিওতে বিনিয়োগ করতে পারবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন