লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) শেয়ার লেনদেন আজ বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে লোকসান ছিল ১৩ টাকা ৫ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৮৫ পয়সা বা ৬ দশমিক ৫১ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯৪ টাকা ২৭ পয়সা। আগের হিসাব বছর শেষে এ দায় ছিল ৭৯ টাকা ৪৫ পয়সা।
২০১৪ হিসাব বছর থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। ২০০৬ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০০ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৭৬৯ কোটি ২০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৯৪৪। এর মধ্যে ৪০ দশমিক ৫৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪১ দশমিক শূন্য ৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১৮ দশমিক ৪০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।