পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আশ্বাস দেন।

গতকাল বিএসইসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ কল্যাণ তহবিলে কোটি টাকা অনুদান প্রদান করা হয়। উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে  বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধানমন্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দেন। সময় অন্যান্যের মধ্যে বিএসইসি কমিশনার অধ্যাপক . শেখ শামসুদ্দিন আহমেদ আব্দুল হালিম উপস্থিত ছিলেন। সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় কমিশনের শীর্ষ কর্মকর্তাদের। বিএসইসির চেয়ারম্যান পুঁজিবাজারের সার্বিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সময় প্রধানমন্ত্রী জানান দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে। তা সত্ত্বেও পূর্ব সতর্কতা হিসেবে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বিএসইসির কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে পুঁজিবাজার সংশ্লিষ্ট যেসব বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে সেগুলো সমাধানের তাগিদ দেন তিনি। এছাড়া বিভিন্ন রুগ্ণ দুর্বল কোম্পানিকে সংস্কারের মাধ্যমে এসএমই বোর্ডে তালিকাভুক্ত করতে বিএসইসি যে উদ্যোগ নিয়েছে সেটি অব্যাহত রাখা এবং এসব কোম্পানি যাতে সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তা নজরদারি করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন