কারণ ছাড়াই দর বাড়ছে আলহাজ টেক্সটাইলের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের অস্বাভাবিক লেনদেন শেয়ারদর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। গত রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাঠানো এক চিঠির জবাবে গতকাল তথ্য জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ জুন থেকেই ডিএসইতে আলহাজ টেক্সটাইলের শেয়ারদর ঊর্ধ্বমুখী। এদিন শেয়ারটির দর ছিল ১১৫ টাকা ৬০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটি ১২৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে গত জুন শেয়ারটি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির লাখ ৫৩ হাজার ৪৭২টি শেয়ার লেনদেন হয়েছে। সর্বশেষ গতকাল লেনদেন ছিল লাখ ৭০ হাজার ৪০৫টি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আলহাজ টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন