‘সাঞ্জু’ ছোটবেলার হিরোর চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছে

ফিচার ডেস্ক

রণবীর কাপুর

চার বছর আগে সঞ্জয় দত্তের বায়োপিক সিনেমা সাঞ্জু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। বক্স অফিসে সিনেমাটি সাড়া ফেলেছিল, সেই সঙ্গে জিতে নিয়েছিল দর্শকের মন। চলতি মাসে শমসেরা দিয়ে বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুর, যেখানে খলনায়কের চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। ইংরেজ পুলিশ অফিসারের ভূমিকায় থাকবেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাত্কারে সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাওয়া হয় রণবীরের কাছে। জবাবে অভিনেতা বলেন, এটি আমার জন্য খুব আশ্চর্যজনক ছিল। বায়োপিকটি আমার জীবনের খুব বড় একটি মুহূর্ত। সিনেমার মধ্য দিয়ে রাজকুমার হিরানীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি শুধু এজন্য নয়। বরং সাঞ্জু সুযোগ করে দিয়েছে আমার ছোটবেলার হিরোর চরিত্রে অভিনয় করার। একটা সময়ে আমার আলমারিতে সঞ্জয় দত্তের পোস্টার থাকত। শমসেরা নিয়ে বলতে গিয়ে রণবীর আরো বলেন, অবশেষে আমি সঞ্জয় স্যারের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। তার সঙ্গে কাজ করতে গেলেই আপনি বুঝতে পারবেন তিনি একজন দুর্দান্ত ব্যক্তি। সঞ্জয় স্যার সেটে এলে প্রত্যেকের সঙ্গে কথা বলেন। এমনকি তিনি সবার নাম জানেন। সঞ্জয় স্যারের থেকে অনেক কিছু শেখার রয়েছে। তিনি অনেক আন্তরিক একজন মানুষ। আমি খুব ভাগ্যবান বলে সিনেমায় সঞ্জয় স্যারের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যেখানে খলনায়ক হিসেবে তিনি থাকছেন। অনেক অভিনেতা সুযোগ পান না। এর জন্য আমি খুব কৃতজ্ঞ। সঞ্জয় দত্তের থেকে ভালো খলনায়ক আর কেইবা হতে পারে।

রণবীর কাপুর অভিনীত শমসেরা ২২ জুলাই মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। সিনেমা বিশ্লেষকদের মতে, চলতি বছরে বক্স অফিসে ঝড় তুলবে এটি। ২০১৮ সালে সাঞ্জু মুক্তির চার বছর পর পিরিয়ড ড্রামা শমসেরা দিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন রণবীর কাপুর। এখানে শমসেরা নামে অষ্টাদশ শতাব্দীর এক ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীরকে। শমসেরায় তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী বাণী কাপুর। চলতি বছরে স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে আয়ান মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্রতে দেখা যাবে রণবীরকে। বছরের সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

 

সূত্র: ইন্ডিয়া টুডে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন