নিজস্ব কনটেন্ট তৈরিতে নিনতেনদোর নতুন পরিকল্পনা

বণিক বার্তা ডেস্ক

জাপানের কম্পিউটার জেনারেটেড (সিজি) বা অ্যানিমেটেড কনটেন্ট নির্মাতা প্রতিষ্ঠান ডায়নামো পিকচারস অধিগ্রহণ করেছে নিনতেনদো। প্রতিষ্ঠানটিকে নিনতেনদো পিকচারস নামে রিব্র্যান্ডিংয়ের ঘোষণাও দেয়া হয়েছে। খবর এনগ্যাজেট।

নিনতেনদো আইপি ব্যবহারের মাধ্যমে ভিজ্যুয়াল কনটেন্ট তৈরিতে নতুন সহায়ক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানটি। এছাড়া কম্পিউটার জেনারেটেড কনটেন্টেরও কাজ করা হবে। এর আগে মেট্রোয়েড: আদার এম গেম তৈরিতে ডায়নামো নিনতেনদোর সঙ্গে কাজ করেছে।

বর্তমানে নিনতেনদো তাদের সুপার মারিও ব্রোস চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছে। যেখানে ক্রিস প্যাট অভিনয় করছেন। অজ্ঞাত কারণে চলচ্চিত্রটি প্রকাশের সময় ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত পেছানো হয়েছে। পোকেমন ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে গোয়েন্দা পিকাচু চরিত্রের উপস্থাপন জনপ্রিয়তা পাওয়ায় বর্তমানে এর সিক্যুয়েল তৈরির কাজ চলছে। বর্তমানে গেমিং আইপিনির্ভর চলচ্চিত্র টেলিভিশন সিরিজের ভালো চাহিদা জনপ্রিয়তা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন