জমি কেনার সিদ্ধান্ত

আরএকে সিরামিকসের ইজিএম ৪ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের ভুতুলিয়ায় ৩৩ দশমিক ৯১ একর বা হাজার ৩৯১ দশমিক ৩২ ডেসিমল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ। বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী আগস্ট বেলা ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল জুলাই।

আরএকে সিরামিকসের মূল্যসংবেদনশীল তথ্যানুসারে, গাজীপুরে জমি কিনতে কোম্পানিটি নিবন্ধন অন্যান্য খরচ বাদ দিয়ে প্রায় ৬২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয় করবে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান অন্যদের কাছ থেকে জমি কেনা হবে।

চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আরএকে সিরামিকসের সমন্বিত বিক্রি হয়েছে ২০০ কোটি ৬৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ১৭৩ কোটি ৩৭ লাখ টাকার। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন