অর্থসচিব অবসরে যাচ্ছেন, দুই অতিরিক্ত সচিবকে দায়িত্ব বণ্টন

নিজস্ব প্রতিবেদক

অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার

আগামী ১২ জুলাই থেকে অবসরে যাচ্ছেন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। তার স্থলে অর্থ সচিব হিসেবে দায়িত্ব নেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ফাতিমা ইয়াসমিন। তবে নতুন সচিব দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত দুজন অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ের রুটিন দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগের সিনিয়র সচিব জনাব আব্দুর রউফ তালুকদার আগামী ১২ জুলাই অবসর গ্রহণ করবেন। নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন যোগদান না করা পর্যন্ত দুজন অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও টিডিএম) বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন দৈনন্দিন রুটিন কার্যাদি সম্পন্ন ও কেবিনেট সভা ও এনডিসি সচিবের দায়িত্ব পালন করবেন।

এছাড়া অতিরিক্ত সচিব (বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা) কবিরুল ইজদানী খান কেবিনেট কমিটি অন ইকোনোমিকস অ্যাফেয়ার্স (সিসিইএ) এবং একনেক সভায় অর্থ বিভাগের প্রতিনিধিত্ব করবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন