২০২২-২৩ অর্থবছরের প্রথম কর্মদিবসে গতকাল পুঁজিবাজারে সূচকের নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর আগের চার কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও নতুন অর্থবছরের প্রথম কার্যদিবসে দেখা গেছে ভিন্ন চিত্র। পাশাপাশি এক্সচেঞ্জটিতে গতকাল দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রথম ৬ মিনিট ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স বাড়লেও পরে তা কমতে থাকে। দিনশেষে ১৭ পয়েন্ট কমে প্রায় ৬ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল প্রায় ৬ হাজার ৩৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল দশমিক ৪ পয়েন্ট কমে ২ হাজার ২৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল প্রায় ২ হাজার ২৯৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল প্রায় ১ হাজার ৩৮৭ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৬৫৪ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৯৩৭ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২০টির, কমেছে ২১৯টির আর অপরিবর্তিত ছিল ৪৩টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ শতাংশ দখলে নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। পরের অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল মোট লেনদেনের ৮ শতাংশ। এছাড়া ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে কাগজ ও মুদ্রণ খাত।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো ইন্ট্রাকো রিফুয়েলিং, সোনালী পেপার, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, রবি আজিয়াটা, ফু-ওয়াং ফুডস, শাইনপুকুর সিরামিকস, বিএসসিসিএল, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও আমরা নেটওয়ার্ক।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো রবি আজিয়াটা, মেঘনা ইন্স্যুরেন্স, বিডি থাই, ইন্ট্রাকো রিফুয়েলিং, একমি ফার্মা, আইপিডিসি, বিডি অটোকারস, গ্লোবাল হেভি কেমিক্যালস, আমরা নেটওয়ার্ক ও সোনালী পেপার।
দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো ফু-ওয়াং ফুডস, পেপার প্রসেসিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, তমিজুদ্দিন টেক্সটাইল, গ্রামীণফোন লিমিটেড, আইসিবি, এনটিসি ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১৭ পয়েন্ট কমে ১১ হাজার ২০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ২২৬ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৭২৭ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত ছিল ৪১টির বাজারদর। গতকাল সিএসইতে ১৭ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩২ কোটি টাকা।