দোরাইস্বামীর বিদায়, আসতে পারেন সুধাকর ডালেলা

বণিক বার্তা অনলাইন

সুধাকর ডালেলা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিদায় নিচ্ছেন। তার বদলে দায়িত্ব পেতে পারেন সুধাকর ডালেলা। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে এমন তথ্যই জানানো হয়েছে।


সুধাকর ডালেলা বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধান হিসেবে কর্মরত। অন্যদিকে বিক্রম কুমার দোরাইস্বামী পাচ্ছেন যুক্তরাজ্যে ভারতীয় মিশনের দায়িত্ব।


খবরে বলা হয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি। এছাড়া ভারতের যুক্তরাষ্ট্র মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেছেন।


ঢাকায় দোরাইস্বামীর জায়গায় সুধাকর ডালেলার দায়িত্ব নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ডালেলা ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কূটনীতিক হিসেবে ইসরায়েলে, ব্রাজিল ও সুইজারল্যান্ডেও কাজ করেছেন তিনি। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসেও দায়িত্ব পালন করেছেন।


 


 


 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন