মরণোত্তর পদক পাচ্ছেন স্টিভ জবস

বণিক বার্তা অনলাইন

মরণোত্তর প্রেসিডেন্ট মেডেল অব ফ্রিডম পদকে ভূষিত হতে যাচ্ছেন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সহ-নির্মাতা স্টিভ জবস। আগামী সাত জুলাই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এ বেসামরিক পদক দেয়া হবে। খবর এআই।

 

গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে এ ঘোষণা দেন।

 

যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, মূল্যবোধ কিংবা নিরাপত্তা, বিশ্বশান্তি কিংবা অন্যান্য সামাজিক, সরকারি কিংবা ব্যক্তিগত প্রচেষ্টায় অনুকরণীয় অবদান রাখার জন্য প্রত্যেক বছর প্রেসিডেন্টসিয়াল মেডেল অব ফ্রিডম পদক দেয়া হয়।স্টিভ জবসসহ চলতি বছর মোট ১৬ জন পদক পাবেন। হোয়াইট হাউস জানায়, প্রযুক্তিশিল্প ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিপ্লব ঘটাতে তার অবদানের জন্য তার নাম তালিকায় রাখা হয়েছে।   

 

১৯৭৬ সালে স্টিভ ওজনিয়াক ও স্টিভ জবসের হাতে চালু হয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ১৯৮৫ সালে এ প্রতিষ্ঠান থেকে জবস ক্ষমতাচ্যুত হন। ১৯৯৭ সালে তিনি অনেক সংগ্রামের মধ্য দিয়ে আবার প্রতিষ্ঠানটিতে ফিরে আসেন। ২০১১ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান স্টিভ জবস।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন